স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
ইয়ুথ ফর চেইঞ্জ বাংলাদেশের আয়োজনে ৭১ এর চেতনা বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সহযোগিতায় বরিশালে ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজে অনুষ্ঠিত হল সাইবার ক্রাইম বিরোধী সচেতনতা মূলক ক্যাম্পেইন “সেইফ ডিজিটাল স্পেস”। “সেইফ ডিজিটাল স্পেস”ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজের চেয়ারম্যান অধ্যাপক মো. জহিরুল ইসলাম। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজের অধ্যক্ষ আলেয়া পারভীন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল্লাহ আল মাওদুদ, পরিচালক প্রশাসন, ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজ। আরও উপস্তিত ছিলেন,কৃষ্না রানী, কোর্স কো- অর্ডিনেটর, ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজ । শারমিন আক্তার,প্রভাষক। সুরমা সুলতানা, প্রভাষক। মুশফিকা আক্তার, প্রভাষক। স্মৃতি কনা মজুমদার, প্রভাষক এবং প্রিয়াঙ্কা মিত্র, প্রভাষক। এ সময় বক্তব্য রাখেন সৈয়দা মাহফুজা মিষ্টি, ইয়ুথ এনগেজমেন্ট টিম, ইয়ুথ ফর চেইঞ্জ এবং ফারহানা সুলতানা, সদস্য ৭১ এর চেতনা, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।
প্রধান অতিথি অধ্যাপক মো. জহিরুল ইসলাম বলেন, সেইফ ডিজিটাল স্পেস নিঃসন্দেহে ইয়ুথ ফর চেইঞ্জ এর একটি চমৎকার উদ্যোগ। এই উদ্যোগের ফলে মানুষ অনেক সচেতন হবে সাইবার ক্রাইম যেন না হয় তার উপরে। সভাপতি অধ্যক্ষ আলেয়া পারভীন বলেন, বর্তমান সময় সাইবার ক্রাইম অনেক অংশে বেড়েছে আর এর ফলে ভুক্তভোগী হচ্ছে তরুন তরুণীরা। ইয়ুথ ফর চেইঞ্জ এর এই “সেইফ ডিজিটাল স্পেস” ক্যাম্পেইন এর ফলে তরুন সমাজ সাইবার ক্রাইমের হাত থেকে রক্ষা পাবে। সেশনটি পরিচালনা করেন সৈয়দা মাহফুজা মিষ্টি, ইয়ুথ এনগেজমেন্ট টিম, ইয়ুথ ফর চেইঞ্জ এবং তৌসিফ ইসলাম শাওন, ডিভিশনাল মেম্বার বরিশাল,ইয়ুথ ফর চেইঞ্জ