স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
বরিশাল নগরী এখন আর সেই আগের মত পিছিয়ে নেই। উন্নয়ের ছোয়া লেগেছে এই শহরে। আর এই উন্নয়নের পিছনে রয়েছে যার অবদান তিনি হলেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
বরিশাল নগরীতে গড়ে উঠেছে বেশ কিছু জিম। আর তারই ধারাবাহিকতায় বরিশাল নগরীর রুপাতলী এলাকায় সেভেন স্টার নামে একটি জিম গড়ে উঠেছে।
গতকাল ২৫ মে, শনিবার বরিশাল নগরীর রুপাতলীতে সেভেন স্টার নামে একটি জিমের উদ্বোধন হয়। জিমটির শুভ উদ্বোধন করেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসময় তিনি বলেন, নগরীতে বেশ কিছু ভাল জিম হচ্ছে। তিনি আশা করেন এই সেভেন স্টার জিম ভাল ভাবে সুনামের সাথে বরিশালে ব্যবসা করবে।
