স্বরূপকাঠির ইন্দুরহাটে ইন্টারপোলের ভুয়া ইন্টারপুলের সদস্য হিসেবে পরিচয়ে চাঁদাবাজি করতে এসে তিন প্রতারক পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন নাটোর জেলা সদরের ভুষনকাঠি এলাকার সেলিম আহমেদের পুত্র শাহিন আল ম(৩৫), মাদারীপুর জেলার রাজৈর এলাকার গোলাম মোস্তফার পুত্র হাবিবুর রহমান(৩২) ও ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার রিয়াজ উদ্দিনের পুত্র খলিল হাওলাদার।
গত বুধবার রাতে ইন্দুরহাট বন্দর থেকে ব্যবসায়ীদের সহয়তায় পুলিশ তাদের গ্রেফতার করেন। ইন্দুরহাট বন্দরের হোটেল ব্যবসায়ী মো. শাহিন মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর বৃহসপতিবার গ্রেফতারকৃতদের পিরোজপুর কোর্টে পাঠানো হয়। বন্দরের ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা গেছে, উল্লেখিত প্রতারকরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে নিজেদের ইন্টারপুলের সদস্য হিসেবে পরিচয় দেয়। তারপর ভেজাল বিরোধী অভিযানের কথা বলে এবং মোবাইলে ছবি করতে গেলে ব্যবসায়ীদের সন্দেহ হয়। এক পর্যায় ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে তাদের জিজ্ঞাসাবাদ করার ফাঁকে পুলিশে খবর দেন। পরে থানা থেকে পুলিশ যেয়ে প্রতারকদের আটক করেন।