জিতলে একটা সুযোগ থাকবে। তবে তার আগে তো জিততে হবে! দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে রাজস্থান রয়্যালস যে পুঁজি পেয়েছে, তাতে আজই (শনিবার) বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে আজিঙ্কা রাহানের দলের।
দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে মাত্র ১১৫ রান তুলতে পেরেছে রাজস্থান রয়্যালস। অর্থাৎ জিততে হলে ১১৬ করতে হবে স্বাগতিক দিল্লি ক্যাপিটালসকে।
রাজস্থান এই ম্যাচটি জিতলে তাদের প্লে-অফে যাওয়ার আশা বেঁচে থাকবে। লিগপর্ব শেষে পয়েন্ট হবে ১৩। সমান ১২ পয়েন্ট করে আছে সানরাইজার্স হায়দরাবাদ আর কলকাতা নাইট রাইডার্সের। শেষ ম্যাচে এই দুই দলই যদি হারে, তবে রাজস্থান প্লে-অফে উঠে যাবে। তবে তাদের মধ্যে যে কেউ জিতলে রাজস্থান আজ জিতেও বাদ পড়বে।
টস জিতে ব্যাটিং নেয়াটাই যেন কাল হয়েছে রাজস্থানের। শুরু থেকেই তারা পড়ে বিপদে। ৩০ রানের মধ্যে ৪ উইকেট হারানোর পরও উইকেট পতন আটকাতে পারেনি রাহানের দল।
একটা প্রান্ত ধরে যা লড়াই করে গেছেন রিয়ান পরাগ। ছয় নাম্বারে নেমে তিনি ৪৯ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় কাটায় কাটায় ৫০ করে ফেরেন শেষ ব্যাটসম্যান হিসেবে। বাকিদের মধ্যে দুই অংক পেরুতে পেরেছেন কেবল ওপেনার লিভিংস্টোন (১৪) আর শ্রেয়াস গোপাল (১২)।
দিল্লি ক্যাপিটালসের ইশান্ত শর্মা আর অমিত মিশ্র নিয়েছেন ৩টি করে উইকেট। ২টি উইকেট পান ট্রেন্ট বোল্ট।