রাজবাড়ীর বালিয়াকান্দিতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আবুল কাসেম (৪৫) নামে এক ভ্যানচালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। বিকেলে এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেছেন।
ভ্যানচালক আবুল কাশেম ইনবাবপুর ইউনিয়নের বালদাখাল এলাকার চাঁদ মিয়ার ছেলে।
বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার এএসআই ইব্রাহীম হোসেন জানান, মঙ্গলবার সকালে ওই ছাত্রী মাঠে তার বাবার খাবার দিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে আবুল কাশেম তাকে ফুঁসলিয়ে নির্জনস্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আবুল কাশেমকে আটক করে গণধোলাই দিয়ে পদমদী বাজারে আটকে রেখে পুলিশে খবর দেয়। পড়ে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিনা বেগম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।