27 C
Dhaka
জুলাই ১৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

৭ শর্তে মসজিদে নামাজ পড়ার অনুমতি দিলো সরকার

আজ ধর্ম মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শর্ত সাপেক্ষে আগামী বৃহস্পতিবার যোহর থেকে মুসল্লিগণ মসজিদে নামাজ পড়তে পারবেন। দেশের শীর্ষ স্থানীয় আলেম ওলেমাদের সাথে পরামর্শ করে আগামীকাল ৭ মে থেকে নিন্মবর্ণীত শর্ত সাপেক্ষে সুস্থ্য শরীরে মুসল্লিগণদের মসজিদে গিয়ে জামায়েতের সহিত নামাজ পড়ার অনুমতি দেয়া হলো।

 

শর্তগুলো হলো-

 

১. মসজিদে কার্পেট বিছানো যাবেনা। পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিস্কার করতে হবে। মুসল্লিগণ প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন।

 

২. মসজিদের প্রবেশমুখে হ্যান্ড স্যানিটাইজার/ সাবানসহ হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। অবশ্যই মুসল্লিগণ প্রত্যেককে মাস্ক পড়ে মসজিদে আসতে হবে।

 

৩. প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে অজু করে সুন্নত নামাজ পড়ে আসতে হবে। অজু করার সময়য় ২০ সেকেন্ড কমপক্ষে সাবান দিয়ে হাত ধুতে হবে।

 

৪. মসজিদে কাতারে নামাযে দাড়ানোর সময় অবশ্যই ৩ ফুট দুরুত্ব বজায় রেখে দাঁড়াতে হবে।

 

৫. এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে।

 

৬. শিশু, বয়বৃদ্ধ, অসুস্থ্য ব্যক্তি জামায়াতে অংশ নিতে পারবেন না।

 

৭. মসজিদে সেহেরি ও ইফতারের আয়োজন করা যাবেনা।

 

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল থেকে ঘরে থেকেই নামাজ আদায় করার নির্দেশ দেয়া হয় ইসলামিক ফাউন্ডেশন থেকে।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official