ঈদকে সামনে রেখে ৮ জুনের মধ্যে সব রাস্তা সংস্কারের কাজ শেষ করার নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যানজট নিরসন ও ভোগান্তি কমাতে পুলিশ, সড়ক ও জনপথ এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন, রাস্তাকে চলাচল এবং ব্যবহার উপযোগী রাখতে হবে। বর্ষাকালে বৃষ্টি হবে তবে বৃষ্টিকে অজুহাত করে রাস্তার মেরামত কাজ সঠিকভাবে হবে না এটা আমি শুনব না।
শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় সড়ক পরিস্থিতি পর্যবেক্ষণ করে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করা নিয়ে আয়োজিত এক সমন্বিত সভায় এসব কথা বলেন তিনি।
গাজীপুরের কালিয়াকৈরের সূত্রাপুরে সাসেক-এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জের জেলা প্রশাসক, সড়ক পরিহন সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
ওবায়দুল কাদের বলেন, ঈদের তিনদিন আগে সড়কে ট্রাক, লরিসহ ভারী যানবাহন চলাচল করবে না। এছাড়া গার্মেন্টস মালিকরা যেন তাদের শ্রমিকদের একসঙ্গে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দিতে তাদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। সভায় মহাসড়ক দিয়ে চলাচল স্বাভাবিক করতে কর্মকর্তাদের দাবির প্রেক্ষিতে প্রয়োজনীয় স্থানে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।
বিএনপির নির্বাচনে অংশ গ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে না আসলেও গণতন্ত্রের ক্ষতি হবে না। তবে আমরা চাই তারা নির্বাচনে আসুক। একতরফা নির্বাচনের ফাঁদে আমরা পড়ব না। বিএনপি না আসলেও অন্য দলগুলোর অংশগ্রহণে নির্বাচন হবে।
এর আগে মন্ত্রী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় ফোর লেনের উন্নীতকরণ কাজের পরিদর্শন করেন মন্ত্রী।