সোমবার , ২৯ মে ২০২৩ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

‌‌‍‌‌‍‍’নির্বাচিত হলে সব মানুষদের প্রত্যাশা পুরণে সর্বাত্তক চেষ্টা করা হবে’

প্রতিবেদক
banglarmukh official
মে ২৯, ২০২৩ ৬:২২ অপরাহ্ণ

আসন্ন বরিশাল সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন নির্বাচিত হতে পারলে আমি দৃঢ়তার সাথে বলতে চাই এখানকার মানুষ অর্থাৎ ধনী-গরীব সবাই মুল্যায়িত হবে। যা এতোদিন হয়নি। মহৎ কাজ সবাই করতে পারেনা। আমি যেখানেই কাজ করেছি সুনামের সাথে করেছি।

সোমবার (২৯ মে) সকাল ১১ টার দিকে নগরীর ঈশ্বরবসু রোড ও সদর রোডের কাকলী মোড় থেকে অশ্বিনী কুমার টাউন হল পর্যন্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন বলেন, আপামর মানুষ নৌকাকে সমর্থন জানাচ্ছেন। তারা উন্নয়নের জন্য আবারও নৌকাকে বিজয়ী দেখতে চান। নির্বাচিত হলে এই সব মানুষদের প্রত্যাশা পুরণে সর্বাত্তক চেষ্টা করবেন। তাই নগরীর উন্নয়ন ধারাকে ফিরিয়ে আনার জন্য আগামী ১২ জুন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট গোলাম মাসউদ বাবলু, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম তোতা, মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তিলোত্তমা শিকদার ও আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বাবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ - জেলার সংবাদ