Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন বরিশাল

বিএমপি’র কনস্টবল রকিবুল ইসলাম আর নেই

বরিশাল মেট্রোপলিটন পুলিশ, বরিশাল এর মোটরযান শাখার কনস্টবল মোঃ রকিবুল ইসলাম ২৫ মে ২০২১ খ্রিঃ ১৮.৩০ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল, ঢাকায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সহকর্মীদের কাছে মরহুম রকিবুল ইসলাম অত্যন্ত সদালাপী এবং প্রিয় মানুষ হিসেবে প্রশংসিত ছিলেন।

মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মরহুম রকিবুল কাউনিয়া থানাধীন কাউনিয়া বিসিক রোডস্থ স্থায়ী বাসিন্দা জনাব আব্দুল লতিফ খান ও মাতা মাতা-চামেলী আক্তার এর ছেলে।

তিনি গত-২৪ মে ২০২১ খ্রিঃ অনুমান সকাল ০৭.০০ ঘটিকায় কর্তব্যরত অবস্থায় স্ট্রোক করে বাথরুমে পরে গিয়ে জ্ঞান হারালে তাৎক্ষণিকভাবে তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, বরিশাল এর মাধ্যমে চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশালে প্রেরণ করা হয়।

পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকার মাধ্যমে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল, ঢাকায় স্থানান্তর করা হয়।

উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বর্ণিত সময়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২৬ মে ২০২১ খ্রিঃ সকাল এগারোটায় মরহুমের নামাজে জানাজায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর বিএমপি জনাব মোঃ নজরুল হোসেন সহ বিএমপি’র বিভিন্ন পদমর্যাদার শীর্ষ কর্মকর্তা ও সহকর্মীবৃন্দ।

নামাজে জানাজা শেষে রকিবুল ইসলাম এর রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official