স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
আজ ৩০ মে, বৃহস্পতিবার বরিশাল জেলায়স্থ উজিরপুর উপজেলায় হিউম্যান ভয়েস নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জ্বামিয়া ক্বারিমীয়া মুসলিমপাড়া মাদরাসা ও এতিমখানার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরন করা হয়।
ছবি: শাওন অরন্য।
উক্ত পোশাক বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন, হিউম্যান ভয়েস এর সকল সদস্যরা।
ছবি: শাওন অরন্য।
হিউম্যান ভয়েস এর সদস্যরা নিজেরা চাঁদা দিয়ে উজিরপুর উপজেলার জ্বামিয়া ক্বারিমীয়া মুসলিমপাড়া মাদরাসা ও এতিমখানার ১০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরন করে।
ছবি: শাওন অরন্য।
হিউম্যান ভয়েসের প্রতিষ্ঠাতা মোঃ তরিকুল ইসলাম বলেন, ধন্যবাদ সকলকে এত সুন্দর প্রোগ্রাম আয়োজনে সহযোগীতা করার জন্য।
ছবি: শাওন অরন্য।
সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে এই উদ্যোগ ভবিষ্যতে আরও সুন্দর ভাবে সফল করতে পারি।
ছবি: শাওন অরন্য।
ছবি: শাওন অরন্য।