স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
ব্যাপক উদ্দীপনা ও বর্ণীল আয়োজনের মধ্য দিয়ে আজ ১৮ মে (শনিবার) বরিশাল ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজে শুরু হল দুই দিন ব্যাপী অরিয়েন্টেশন প্রোগ্রাম অন রিভাইজড এন্ড আপডেটেড কারিকুলাম ফর ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং, এক্সামিনেশন সিস্টেম এন্ড কোর্স অর্ডিনেস।
প্রোগ্রামটি চলবে ১৮ এবং ১৯ মে ২০১৯ দুই দিন। এই অরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন করেন প্রধান অতিথি ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজের চেয়ারম্যান অধ্যাপক মো. জহিরুল ইসলাম। অনুস্ঠানে সভাপতিত্ব করেন শামসুন নাহার, অধ্যক্ষ, জহির-মেহেরুন নার্সিং কলেজ,পটুয়াখালী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. মফিজ উল্লাহ, কলেজ অফ নার্সিং, মহাখালী, ঢাকা।প্রফেসর হরিদাস অধিকারী,রাজধানী নার্সিং কলেজ,বরিশাল। ড. এস এম সিরাজুল ইসলাম, অধ্যক্ষ, ডি ডাব্লিউ এফ ম্যাটস, বরিশাল। আলেয়া পারভীন, অধ্যক্ষ, ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজ বরিশাল। মেহেরুন নেসা, চেয়ারম্যান, জহির-মেহেরুন নার্সিং কলেজ,পটুয়াখালী। বিশিষ্ট সাংবাদিক সাইফুর রহমান মিরন, সম্পাদক, দৈনিক ভোরের আলো। মার্গারেট সরোজিনি বিশ্বাস, অধ্যক্ষ, মাদারিপুর ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজ, মাদারীপুর এবং আলী আজগর খান, নার্সিং ইন্সট্রাক্টর, বরিশাল নার্সিং কলেজ, বরিশাল।
লেকচারার এবং অফিসিয়াল স্টাফ মিলিয়ে মোট ৫৩ জন অংশ গ্রহনকারী অংশ গ্রহন করেন এই প্রোগ্রামে। অরিয়েন্টেশন প্রোগ্রাম এর সেশন পরিচালনা করেন প্রফেসর ড. মফিজ উল্লাহ এবং প্রফেসর হরিদাস অধিকারী। প্রধান অতিথি অধ্যাপক মো জহিরুল ইসলাম বলেন, এই অরিয়েন্টেশন প্রোগ্রামটি নিঃসন্দেহে বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিলের একটা চমৎকার উদ্যোগ। এই উদ্যোগকে তিনি স্বাগত জানান।
সভাপতি শামসুন নাহার বলেন, এই রিভাইজড এবং আপডেটেড কারিকুলামের কারনে শিক্ষক-শিক্ষিকারা অনেক নতুন কিছু জানতে এবং শিখতে পারবে।এর ফলে বি এস সি নার্সিং শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আসবে এবং শিক্ষার্থীদের জীবনের চলার পথ অনেক সহজ ও আলোকময় হবে। এছাড়া বিশেষ অতিথিরা সবাই বক্তব্য রাখেন উক্ত প্রোগ্রামে। এই অরিয়েন্টেশন প্রোগ্রামটি সঞ্চালনা করেন শারমিন আক্তার এবং সুরাইয়া আক্তার দোলন, লেকচারার ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজ, বরিশাল।