করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। বিশ্বব্যাপী প্রতি মুহূর্তে বাড়ছে এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
মাত্র চার মাসের বিশ্বব্যাপী এই ভাইরাসের বিষাক্ত ছোবলে আক্রান্ত হয়েছে (শনিবার সকাল সোয়া ৮টা পর্যন্ত) ৪০ লাখ ১২ হাজার ৮৩৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৭৬ হাজার ২১৬ জনের।
সমীক্ষায় মূলত সুইজারল্যান্ড, আরাউর করোনা আক্রান্ত রোগীরা তাদের প্রাথমিক উপসর্গের কথা তুলে ধরেন। কোন সময়ে তারা তাদের ঘ্রাণশক্তি পুরোপুরি হারিয়ে ফেলেন তাও জানান গবেষকদের।
এই জরিপে অংশগ্রহণকারী ৬১ শতাংশ করোনা রোগী জানিয়েছেন অন্যান্য উপসর্গ দেখা দেওয়ার তিন থেকে সাড়ে তিন দিনের মাথাতেই তারা সম্পূর্ণভাবে ঘ্রাণশক্তি হারিয়ে ফেলেন।
এদিকে ব্রিটিশ অ্যাসোসিয়েশন অব ওথেরিনোলারিঙ্গোলজিও করোনা সংক্রমণের সঙ্গে ঘ্রাণ ও স্বাদ হারিয়ে ফেলার বিষয়টির সঙ্গ এক মত প্রকাশ করেছে। সূত্র: মেডিকেল এক্সপ্রেস, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস