স্টাফ রিপোর্টার //সাইফুল ইসলাম : গত শনিবার বরিশালের বিভিন্ন দোকান মালিক সমিতি পর দিন থেকে ঈদ পর্যন্ত সীমিত পরিসরে ও সরকার নির্ধারিত স্বাস্থ্য বিধি মেনে দোকান খোলার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সেদিন রাতেই সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তারা। বলেছিলেন জীবন ও জীবিকার মধ্যে জীবনকেই প্রাধান্য দেবেন তারা। ঈদের কেনাকাটার ভীড় যেন করোনা সংক্রমণ বৃদ্ধি না করতে পারে তাই আপাতত দোকানপাট বন্ধ থাকছে। কিন্তু কথা দিয়ে সে কথা রাখতে পারলেন না তারা। রোববার ও সোমবার বরিশাল নগরীর কিছু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও এখন সব ‘খুল্লাম খুল্লা’ অবস্থা। দেদারসে চলছে বেচা কেনা। নেই সরকার নির্ধারিত স্বাস্থ্য বিধি মেনে দোকান পরিচালনা করার কোনো বালাই। যার ফলে পুরো বরিশাল জেলায় করোনা জীবাণু সংক্রমণ আশংকা বৃদ্ধি পেয়েছে। আর বরিশাল নগরী সৃষ্টি হয়েছে করোনা সংকটের হট জোন হিসেবে। গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার নগরীর চকবাজার, কাটপট্টি, বহুমুখী সিটি মার্কেট, হকার্স মার্কেটসহ আরো কিছু ঈদের কেনাকাটার জন্য উন্মুক্ত বাজারগুলোতে গিয়ে এমন চিত্রের সত্যতা মেলে।