27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক প্রচ্ছদ

ক্ষমতার আট বছর পূর্তিতে কঠিন চ্যালেঞ্জে মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গে ৮ বছর পূর্ণ করেছে৷ সোমবার ট্যুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনটি নিয়ে বিশেষ বার্তা দিয়ে বলেছেন, ‘২০১১ সালের ২০মে প্রথম মা, মাটি, মানুষ সরকার শপথ গ্রহণ করে। গত আট বছরে আমরা নিরলস পরিশ্রম করে গিয়েছি, বাংলার মানুষের উন্নতির স্বার্থে। আমাদের লক্ষ্য একটাই – বাংলা হবে বিশ্ব বাংলা। বাংলা হবে বিশ্ব সেরা৷’

ঘটনাচক্রে রবিবার ১৭তম লোকসভা নির্বাচন শেষ হয়েছে৷ নির্বাচনের বুথফেরৎ সমীক্ষাগুলি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভালো খবর শোনায়নি৷ সমীক্ষাগুলি রাজ্যে বিজেপির আসন সংখ্যা বৃদ্ধির কথাই বলেছে৷ রাজনৈতিক মহলের মতে যা চিন্তায় রেখেছে মমতাকে৷

কয়েকটি বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত করেছে রাজ্যে বিজেপি ২৩টি আসন পেতে পারে– ঠিক যেমনটি পূর্বাভাস দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ মুখ্যমন্ত্রী অবশ্য বুথ ফেরত সমীক্ষা সম্পর্কে বলেছেন, এই বুথ ফেরৎ সমীক্ষা হল ইভিএমকে এদিক-ওদিক করা বা সরিয়ে দেওয়ার চেষ্টা। এই গুজবে বিশ্বাস করা উচিত নয়।

তবে, সোমবার বিকেলে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য মুখ্যমন্ত্রীকে হয়তো ভাবাবে৷ দিলীপ বলেছেন, অন্যদলের বিধায়করা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন৷ বুথ ফেরৎ সমীক্ষার ফল দেখে ওরা বিজেপিতে আসছে চাইছেন৷ নির্বাচনী প্রচার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ মমতাকে ২৩ মের পর সরকার ফেলে দেওয়ার হুমকি দিয়ে রেখেছেন৷

কয়েক ধাপ অগিয়ে দিলীপ সোমবার বলেছেন, অন্যান্য দলের ফোন তিনি আগে থেকেই পান৷ প্রধানমন্ত্রী বললেন যে তার কাছে ৪০ জন (বিধায়কের) খবর পৌঁছেছে৷ এখানে তো ১০০ জনের খবর আছে৷ এখানকার খবর দিল্লি গিয়েছে৷

এই নির্বাচনী চাপের মুখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মা-মাটি-মানুষ’ সরকার ৮ বছর সম্পূর্ণ করেছে সোমবার৷ ২০১১ সালে মমতার দেওয়া জ্বালাময়ী ‘মা-মাটি-মানুষ’ স্লোগানকে বাংলায় এসেই ব্যাপক চ্যালেঞ্জের মুখে ফেলেছেন মোদি৷ বারবার মমতার সরকারকে তোলাবাজ এবং সিন্ডিকেট-রাজের সরকার বলেছেন৷ নারদা-সারদা কেলেঙ্কারি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করেছেন৷

অন্যদিকে মুখ্যমন্ত্রী চৌকিদারকে কড়া ভাষায় আক্রমণ করে বলেছেন গণতন্ত্রের থাপ্পড় মারবেন৷ সারা দেশ দেখেছে মোদি-মমতার লড়াই৷ তবে রাজনৈতিক মহলের বক্তব্য, আট বছরের মাথায় সব থেকে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে মমতার সরকার

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official