32 C
Dhaka
মে ২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

ঝালকাঠিতে এতিম ও দুঃস্থ শিশুদের ঈদ উপহার দিলো সেনাবাহিনী

ঝালকাঠি প্রতিনিধি ॥ আর মাত্র দু’দিন পরেই পালিত হবে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব মুজিববর্ষের প্রথম ঈদুল ফিতর। মুজিববর্ষে এতিম ও দুঃস্থ শিশুদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া হলো ঈদ উপহার। গ্রামাঞ্চলের বিভিন্ন এতিম খানা ও মাদ্রসার লিল্লাহ বোডিংয়ে থেকে লেখাপড়া করা শিশু শিক্ষার্থীদের এ উপহার দেয়া হয়। ঝালকাঠির শেখেরহাট ইউনিয়নের নওপাড়া, গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের দেঊলকাঠি, বিন্নাপাড়া, কেওড়া ইউনিয়নের সারেংগল, নবগ্রাম ইউনিয়নের পরমহলসহ প্রত্যন্ত অঞ্চলের মাদ্রাসার লিল্লাহ বোডিং ও এতিম খানার শিশু শিক্ষার্থীদেরকে নগদ অর্থ এবং পোলাওর চাল, তেল, চিনি, দুধ সেমাইসহ খাদ্য সামগ্রী দেয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন শেখ হাসিনা সেনানিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের মেজর ইসতিয়াখ নিজ হাতে এসব খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন। একদিকে কভিড ১৯ নভেল করোনা ভাইরাসের সংক্রমনে থমকে আছে গোটা দেশ, তার উপর ঈদ পুর্ববর্তী সময়ে ঘুর্ণিঝড় ‘আমফান’র তান্ডব। এমনই সময় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এই সহায়তা পেয়ে শিশুদের মুখের হাসি ছিলো চোখে পড়ার মত। ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের দেউলকাঠি ইলাহাবাদ রহমানীয়া এতিমখানা ও মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওঃ নাসির উদ্দিন খান বলেন, এবার ঈদের দিন সকালে এতিম শিশুদের মুখে একটু সেমাই তুলে দিতে পারবো তা ভাবতেও পারিনি। সেনাবাহিনীর এই সহায়তা পেয়ে এখনতো দুপুরের খাবারের চিন্তাটুকুও দুর হয়ে গেলো। একই ধরনের মন্তব্য করেছে শেখেরহাট ইউনিয়নের গুয়াটন এলাকার নওপাড়া দারুচ্ছুন্নাত ইয়াতিম খানার শিশু শিক্ষার্থী ও শিক্ষকরা।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official