শুক্রবার রাতে এক ইমেলে এই বার্তা প্রেরণ করেছেন সিটি মেয়র।
ওই বার্তাটি হুবহু তুলে ধরা হয়েছে-
নগরবাসীর দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে যে- বরিশাল নগরীর উন্নয়নে বিভিন্ন এলাকায় বিশ্বের আধুনিক প্রযুক্তিতে রাস্তার কাজ চলমান রয়েছে। রাস্তাগুলো পুরু হওয়ায় সেগুলো শক্ত হতে কমপক্ষে ৭ দিন সময় লাগে। কাজ চলমান অবস্থায় রাস্তায় মটরসাইকেল বা এ ধরনের অন্যান্য যানবাহন পার্কিং করায় রাস্তাগুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে।
তাই রাস্তাগুলো যাতে কোন ধরনের ক্ষতি না হয় সে লক্ষ্যে জনস্বার্থে নতুন রাস্তার নির্মাণ কাজ চলাকালীন সাত (০৭) দিনের আগে মোটরসাইকেল বা ভারী যানবাহন পার্কিং না করে অন্যত্র পার্কিং করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল।
বর্তমানে জিলা স্কুল মোড় থেকে পলাশপুর ব্রিজ ও জেলখানার মোড় থেকে নথুল্লাবাদ বাস টার্মিনাল পর্যন্ত রাস্তার কাজ চলমান রয়েছে।