নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলাস্হ হীরণপুর রেলওয়ে স্টেশন ও জেলা সদরের চল্লিশা রেলওয়ে স্টেশন নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পাশেই অবস্হিত।
এখানে প্রচুর পরিমানে শাক-শবজি, ফলমূল সহ নানা-বিদ কৃষিজাত দ্রব্য উৎপাদন হয়। এগুলো রেল যোগে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বাজারজাত করা হয়। কিন্তু গত কয়েক বছর থেকে ষ্টেশনগুলোতে কর্তৃপক্ষ ছাড়াই রেল চলাচল করছে।
উপজেলার জন সাধারনের রেল ভ্রমনের সুবিধা থাকলেও নেই কোন আন্তঃনগর ট্রেনের ট্রপেজ, এছাড়াও নেই কোন স্টেশন মাষ্টার । ভাড়া দেওয়া ট্রেনগুলোর মধ্যে লোকাল ট্রেন শুধু মাত্র থামে । অগত্য যাত্রী ও ব্যবসায়ী সহ উপজেলার লোক জন এই ট্রেনেই যাতায়াত করছেন।
কিন্তু কতৃপক্ষ না থাকায় অব্যবস্হাপনার মধ্যেই যাত্রী সাধারণরা যাতায়াত করছেন। এতে করে সরকার হারাচ্ছে বড় অঙ্কের রাজস্ব। এছাড়াও রেল স্টেশনটির সরকারী সম্পদ প্রতিনিয়ত ধ্বংস হয়ে যাচ্ছে, দেখার কোন কর্তৃপক্ষ নেই বললেই চলে।
সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, প্লাটফর্মে ফলের দোকান, স্টেশনারী টঙ দোকান সহ মোটর সাইকেলের গ্যারেজ। ফলে জায়গা স্বল্পতায় যে কোন সময় ঘটতে পারে বড় দূর্ঘটনা। এছাড়াও স্টেশনটিতে ঢাকাগামী ট্রেন না থামার কারনে উপজেলাবাসীকে দূরে শ্যামগঞ্জ অথবা নেত্রকোনা স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে হয়।
তাই রেল কর্তৃপক্ষ অতীব গুরুত্বের সাথে বিবেচনা করে কৃষি প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠান সমৃদ্ধ এই এলাকার মানুষের রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের সাথে রেল যোগাযোগের জন্য অচিরেই যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন এমনটিই প্রত্যশা করেছেন নেত্রকোনা বাসী।