পটুয়াখালীর কলাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাকবাহী ফেরির ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেলের লাশ শুক্রবার বিকেলে আন্দারমানিক নদী থেকে উদ্ধার করেছে কোষ্ট গার্ড। নিহত কাওসার মৃধা কলাপাড়ার লালুয়ার মাঝের হাওলা গ্রামের সুলতান মৃধার পুত্র।
আহত অন্য জেলেরা ও কোষ্ট গার্ড সদস্যরা জানায়, শুক্রবার সকালে ফেরিটি কলাপাড়া থেকে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে এ্যাংকর সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ে যাচ্ছিল। ফেরিটি পায়রা বন্দর সংলগ্ন আন্ধারমানিক নদীর চিংগুরিয়া পয়েন্টে পৌছলে সাগর থেকে আসা মাছধরা ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটির তলা ফেটে ৮ জেলেসহ ডুবে যায়। এ সময় কাওসার নদীতে ডুবে নিখোজ হয়। বাকিরা সাতরে তীরে আসে।
পরে কোষ্ট গার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ঘটনাস্থলের অদূরে লাশটি উদ্ধার করে এবং ট্রলারটিও উদ্ধার করে। কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রলার ডুবির ঘটনায় ফেরির ছয় স্টাফকে আটক করা হয়েছে।