মাত্র পাঁচ দিনের ব্যবধানে হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসানের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার রিপোর্টটি নেগেটিভ এসেছে। আজ শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়েছে, হবিগঞ্জের ডিসির নমুনা পরীক্ষা করে করোনার আলামত পাওয়া যায়নি।
এর আগে গত ৩ মে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে পাঠানো রিপোর্টে হবিগঞ্জের ডিসি করোনায় আক্রান্ত বলে জানানো হয়। সেদিনই পুনরায় পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা পাঠানো হয়।