ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির মতো না দেখে রান আউট করলেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ। লিডসে পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজমকে যে ভাবে রান আউট করেন রশিদ, তা ক্রিকেটভক্তদের নিয়ে যাচ্ছে ২০১৬ সালে।
তিন বছর আগে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেলরকে ঠিক এ ভাবেই না দেখে রান আউট করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ধোনির রান আউট করার ধরন এখন অনুসরণ করেন অন্যরাও।
পাকিস্তানের ইনিংসের ২৭ তম ওভারের ঘটনা। তখন ক্রিজে ছিলেন বাবর আজম ও সরফরাজ আহমেদ। রশিদের বল লেগ সাইডে খেলেই সিঙ্গেল নেওয়ার ‘কল’ করেন সরফরাজ। নন স্ট্রাইক এন্ডে দাঁড়িয়েছিলেন বাবর। তার রান তখন ৮৩ বলে ৮০। সরফরাজের ‘কল’-এ সাড়া দেন বাবর। প্রায় অর্ধেক রাস্তায় যাওয়ার পরেই সরফরাজ ফিরে যেতে বলেন বাবরকে।
জস বাটলার ততক্ষণে বল ধরেই তা ছুড়ে দিয়েছেন রশিদের দিকে। ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ বাটলারের থ্রো হাতে পেয়েই তা না দেখে ছুড়ে দেন উইকেটে। বাবর ক্রিজে ফেরার মরিয়া চেষ্টা করেও পারেননি। তিনি পৌঁছনোর আগেই রশিদের থ্রো বেল নাড়িয়ে দেয় নন স্ট্রাইক প্রান্তের উইকেটের।
ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৩৫১ রানের পাহাড় গড়েছিল। সেই রান তাড়া করতে নেমে পাকিস্তান ঠিকঠাকই এগোচ্ছিল। বাবরের ফেরাটা ধাক্কা দেয় পাক-শিবিরকে। সরফরাজ দলকে জেতানোর চেষ্টা করেছিলেন। ৮০ বলে ৯৭ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। তবুও পাকিস্তানকে জেতাতে পারেননি সরফরাজ।