বজ্রপাতে কক্সবাজারে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কালারপাড়া তুলাবাগান এলাকায় বজ্রপাতে একই পরিবারের শিশু ও কিশোরীসহ ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। নিহতরা হলো-উক্ত এলাকার মাওলানা নুরুল ইসলামের কন্যা ফাতেমা খাতুন (১৫) ও শিশুপুত্র আফনান (২)। নিহত ২ জনের পিতা, মাতা ও তাদের আরেকটি শিশু একই বজ্রপাতে গুরুতর আহত হয়েছে।
একইসময়ে উখিয়ার কুতুপালং শরনার্থী ক্যাম্প-৫ এ বজ্রপাতে আবদুস সালাম (৫০) নামক একজন রোহিঙ্গা শরনার্থী নিহত ও দু’জন আহত হয়। এনিয়ে রোববার ১৯ মে কক্সবাজার জেলায় বজ্রপাতে মোট তিনজন নিহত ও ৫ জন আহত হয়ওয়ার খবর নিশ্চিত হওয়াগেছে।