বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডের কাশিপুর ফজলিাতুন্নেছা মহিলা মাদ্রাসা সংলগ্ন নির্মানাধিন ৭ তলা ভবনের নিচ থেকে মুক্তা আক্তার (৩৫) নামে এক রক্তাত্ত নারীর লাশ উদ্ধার করা হয় ।
শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বাবা মো: মুজাহার আলী সরদার একজন অবসরপ্রাপ্ত পুলিশ ইনেস্পেক্টর । স্বামী মো: কবির হোসেন একজন কাপড় ব্যবসায়ী । তার দুটি কন্না সন্তান রয়েছে । বড় মেয়ে মোসা: স্বর্না ৮ম শ্রেনীর ছাত্রী এবং ছোট মেয়ে মোসা: শোহেলী ২য় শ্রেনীর ছাত্রী ।
নিহত মুক্তা কাশিপুর ২৯ নং ওয়ার্ডের বিল্লা বাড়ির বাসিন্দা ছিল । মুক্তা আজ সকাল ১০ পর থেকে নিখোজ হয় । মুক্তার খালাতো ভাই মো: ফিরোজ খান এবং প্রতিবেশি মো: রাশেদ খান খান জানান,মুক্তা মানসিক সমস্যা ছিল,আজ সকালে নিখোজ হওয়ার পর অনেক খোজাখুজি করে এখানে রক্তাত্ত অবস্থায় পাওয়া যায়।
এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে বিমান বন্দর থানা পুলিশ । এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার মো: অপু সরোয়ার ,বিমানবন্দর থানার ওসি মো: আনোয়ার হোসেন ,ডিসি (নর্থ) মো: হাবিবুর রহমান , সিআইডির পরিদর্শক মো: সেলিম শাহনেওয়াজ ।
পুলিশ জানায় যেহেতু মুুুুক্তার শরীরে রক্ত দেখা গেছে সেহেতু পুলিশ সকল তথ্য সংগ্রহের জন্য লাশ ময়না তদন্তের জন্য শেবাচিম মর্গে পাঠানো হয়েছে । তবে হত্যা না স্বাভাবিক মৃত্যু সেটা এখনও বলা যাচ্ছে না।