দিন দিন বরিশালের থানাগুলোতে ক্রমশ বাড়ছে অপরাধ প্রবণতা। কিন্তু অপরাধ প্রবণতা রোধে প্রশাসনের নেই কোন আপাতদৃষ্ট পদক্ষেপ। এর ফলে জণজীবনে বাড়ছে অস্থিরতা ও আতংক।
২০১৮ সালের প্রথম চার মাসের সংঘঠিত অপরাধের তুলনায় ২০১৯ সালের প্রথম চার মাসে বরিশাল মেট্রোপলিটন ও জেলার ১৪ টি থানা এলাকায় ১১৫ টি অপরাধ বেশি সংঘঠিত হয়েছে। এর মধ্যে খুনের সংখ্যা ১৯টি। ২০১৯ সালের প্রথম ৪ মাসে মোট সংঘঠিত অপরাধ ১২৭৭টি।
জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক পরিসংখ্যান থেকে এ তথ্য উঠে এসেছে। অপরাধের সংখ্যা দিন দিন বাড়লেও তা প্রতিরোধের কোন ব্যবস্থা না থাকায় এবং অপরাধীদের দ্রুত আইনের আওয়াতায় না আনার ফলে অপরাধীদের সাহশ দিন দিন বাড়ছে।
জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক পরিসংখ্যান সূত্রে জানা গেছে, ২০১৯ সালের জানুয়ারী মাসে বরিশাল মেট্রোপলিটন ও জেলার ১৪টি থানা এলাকায় ৪টি খুনের ঘটনা ঘটে, ১৪টি চুরি ও সিধেল চুরি সংঘঠিত হয়, নারী নির্যাতনের অভিযোগে ২২টি মামলা দায়ের করা হয়, ৮ জন শিশু নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়, এছাড়া ১৫০ মাদক মামলাসহ মোট ৩১৯টি অপরাধ সংঘঠিত হয়েছে।
২০১৯ সালের ফেব্রুয়ারী মাসে বরিশাল মেট্রোপলিটন ও জেলার ১৪টি থানা এলাকায় ৮টি খুনের ঘটনা ঘটে, ১৩টি চুরি ও সিধেল চুরি সংঘঠিত হয়, নারী নির্যাতনের অভিযোগে ৩৫টি মামলা দায়ের করা হয়, ১ জন শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়, ১৩৬ মাদক মামলাসহ মোট ২৮৮টি অপরাধ সংঘঠিত হয়েছে।
২০১৯ সালের মার্চ মাসে বরিশাল মেট্রোপলিটন ও জেলার ১৪টি থানা এলাকায় ৩টি খুনের ঘটনা ঘটে, ১২টি চুরি ও সিধেল চুরি সংঘঠিত হয়, নারী নির্যাতনের অভিযোগে ৩৬টি মামলা দায়ের করা হয়, ১ জন শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়, ১৫২ মাদক মামলাসহ মোট ৩২১টি অপরাধ সংঘঠিত হয়েছে।
২০১৯ সালের এপ্রিল মাসে বরিশাল মেট্রোপলিটন ও জেলার ১৪টি থানা এলাকায় ৪টি খুনের ঘটনা ঘটে, ১৫টি চুরি ও সিধেল চুরি সংঘঠিত হয়, নারী নির্যাতনের অভিযোগে ৩৯টি মামলা দায়ের করা হয়, ১৬২ মাদক মামলাসহ মোট ২৪৯টি অপরাধ সংঘঠিত হয়েছে।