মে ৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশালে বিধবা নারীকে যৌন-হয়রানির অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক

বরিশালের গৌরনদীতে বিধবা গৃহবধূকে (৪৫) যৌন হয়রানির অভিযোগে সাবেক এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার শরিকল ইউনিয়নের দক্ষিণ সাকোকাঠি গ্রামের বাসিন্দারা তাঁকে (ইউপি সদস্য) আটক করে পুলিশে দেয়।

আটককৃত ব্যক্তি হলেন—আমজেদ খান (৪৮)। তিনি গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

আজ বুধবার দুপুরে ভুক্তভোগী গৃহবধূ অভিযোগ করে জানান, দীর্ঘদিন যাবৎ তাঁকে যৌন হয়রানি করে আসছিলেন সাবেক ইউপি সদস্য ও একই গ্রামের বাসিন্দা আমজেদ খান।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে তাঁর (গৃহবধূ) বসতঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালান আমজেদ খান। এ সময় ভুক্তভোগী ডাক-চিৎকার দিলে স্থানীয়রা গিয়ে আমজেদকে খানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় তিনি অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলেও উল্লেখ করেন।

এ বিষয়ে সরিকল পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক ফোরকান হোসেন হাওলাদার জানান, খবর পেয়ে রাতেই বিক্ষুব্ধ জনতার হাত থেকে আমজেদকে উদ্ধার করে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official