মে ৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশালে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে বরিশালে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সদর ভূমি অফিস প্রাঙ্গণে বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করে।

পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন এবং জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।

এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খন্দকার আনোয়ার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আহসান হাবিব, অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুন প্রমুখ।

সভায় জানানো হয়, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের শুরু থেকে এ পর্য ন্ত বরিশাল বিভাগে ২৫২টি ভূমি অফিসের মাধ্যমে ২২ লাখ ৮৬ হাজার ৩১৩টি হোল্ডিং এর মাধ্যমে তিন কোটি ৩২ লাখ ৪৮৬ টাকা ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে।

স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়-এই থিম নিয়ে ভূমিসেবা সপ্তাহে যে সকল সেবা দেওয়া হবে তা হলো: অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় সংক্রান্ত কার্যক্রম ই-নামজারির আবেদন গ্রহণ, নিষ্পত্তিকৃত এল.এ কেইসের ক্ষতিপূরণের চেক বিতরণ, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ করা, অনলাইনের মৌজা ম্যাপ ডাকবিভাগের মাধ্যমে সরবরাহকরণের বিষয়ে তথ্য প্রদান, মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি/ আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ এবং সেবা গ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার সরাসরি উত্তর প্রদান।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official