বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ আফালকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র রাজিব মোল্লা হত্যা এবং হত্যার পর লাশ গোপন করার মামলায় রাজিব হাওলাদার নামে এক ব্যক্তিকে দন্ড বিধির পৃথক দুটি ধারায় ১৫ বছর সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়া আসামীকে ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৭ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
বরিশালের নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ আজ মঙ্গলবার বিকেলে আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত রাজিব হাওলাদার ওই উপজেলার আফালকাঠির জসিম উদ্দিন হাওলাদারের ছেলে এবং নিহত রাজিব মোল্লাও একই এলাকার নজরুল মোল্লার ছেলে।