স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
আজ ২১ মে বরিশাল নগরীর বাজার রোড ও হাটখোলা এলাকায় হাইকোর্ট থেকে বিপণন নিষিদ্ধ ৫২টি পণ্যের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সহকারী পরিচালক সুমি রাণী মিত্রের নেতৃত্ব এ অভিযান চালানো হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী চারটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। চকের পোলের পর থেকে বাজাররোড, হাটখোলা ও পেঁয়াজপট্টি এলাকার ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে দেন এই অভিজানের খবর পেয়ে।