অনুশীলনে দুইটা ম্যাচের একটাই ভেস্তে গেল বৃষ্টিতে। আজ শনিবার কার্ডিফের সোফিয়া গার্ডেনসে বল তো গড়ায়ইনি, টসও হয়নি। তার আগেই শেষ হয়ে গেল ম্যাচ। প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর এমনটাই জানায় আইসিসি।বিশ্বকাপের শুরু হতে বাকি মাত্র তিন দিন বাকি। তার আগে প্রত্যেকটি দল সুযোগ পাচ্ছে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার।
বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হেরেছে আফগানিস্তানের কাছে।এছাড়া নিউজিল্যান্ডের কাছে ভারত, অস্ট্রেলিয়ার কাছে হেরেছে স্বাগতিক ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছে শ্রীলঙ্কাকে।এদিকে আজ ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ শুরু হলেও থেমে গেছে ৯ ওভার ৩ বলের সময়।
এই ম্যাচেও বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। তার আগে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে ৬০ রান, কোনও উইকেট না হারিয়ে।আগামী ২৮ মে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।