28 C
Dhaka
জুলাই ১৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেছেন, ‘সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো নেতৃত্ব প্রয়োজন। অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন, দক্ষ যোগাযোগ ও আইনশৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

’শুক্রবার সকাল ১১ টায় নগরের বান্দরোডস্থ বিআইপি কলোনির পানি উন্নয়ন বোর্ডের রেষ্ট হাউজের শহীদ শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে বরিশাল সদর উপজেলার ১০ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সরকার আছে যেকারণে গরীব অসহায় মানুষ আজ সুখে শান্তিতে বসবাস করতে পারছে। গোটাদেশে ব্যপক উন্নয়ন হয়েছে যা বিগত কোন সরকারের আমলে হয়নি। তাই আসন্ন সিটি কর্পোরেশন এর নির্বাচনে ও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনতে হবে। না হলে চলমান সকল উন্নয়ন মূলক কাজ বন্ধ হয়ে যাবে। জনগনের স্বার্থে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান তিনি।

বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাবেক সহ সম্পাদক আহমেদ রুবাইয়াত ইফতেখার বাবু, বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম বাপ্পি, সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাহিদুর রহমান মাহাদ, বরিশাল কলেজ ছাত্রলীগের সভাপতি আল মামুন, সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কেএম মেহেদী হাসান বাপ্পি, বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য সৈয়দ রুবেল, মহানগর ছাত্রলীগ নেতা রেজানুর রহমান নিয়ন সহ নেতৃবৃন্দরা।

পরে ৬৩ জনের মাঝে ১৩০ বান ঢেউটিন বিতরণ ও নগদ তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official