ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। রোববার (২৬মে) বগুড়া শহরের পৌর পার্কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা হামলা জড়িত ছিলেন।
একই ঘটনায় যমুনা টেলিভিশনের ভিডিওগ্রাফার শাহনেওয়াজ শাওনও হামলার শিকার হয়েছেন।
এর আগে গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় নুরের ইফতার মাহফিলে বাধা দিয়েছিল ছাত্রলীগ। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়।