26 C
Dhaka
জুলাই ৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রচ্ছদ বরিশাল

মহাসড়কের গাছ কেটে ফিলিং স্টেশন নির্মান

বরিশাল-ঢাকা মহাসড়কের বিশাল আকৃতির ৫টি রেইন্ট্রি গাছ অবৈধভাবে কর্তনের অভিযোগ পাওয়া গেছে গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক নুরুজ্জামান ফরহাদ মুন্সীর বিরুদ্ধে।

ফিলিং স্টেশন (পেট্রোল পাম্প) নির্মানের জন্য তিনি উপজেলার তাঁরাকুপি গ্রামে মহাসড়কের পাশে সামাজিক বন বিভাগের ওই ৫টি গাছ কেটে ফেলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-বরিশাল মহাসড়ক ঘেষে আরিফ ফিলিং স্টেশনের নির্মাণ কাজ চলছে দীর্ঘদিন ধরে। কিন্তু ফিলিং স্টেশনের সংযোগ সড়কের কাজ থেমে ছিলো মহাসড়কে থাকা সামাজিক বনায়নের কয়েকটি গাছের জন্য।

তাই রাতের আধাঁরে প্রায় ২৫ বছর বয়সী লক্ষাধিক টাকা মূল্যের ৫টি রেইন্ট্রি গাছ কেটে ফিলিং স্টেশনের সড়কের নির্মাণ কাজ করছেন পাম্পের মালিক উপজেলা ভাইস চেয়ারম্যান।

এ প্রসঙ্গে উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান ফরহাদ মুন্সী বলেন, ব্যবসায়ীক সুবিধার কারনে মহাসড়কের পাশে থাকা গাছ কাটার জন্য উপজেলা বন কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছিলো। তাই বন বিভাগ কর্মকর্তা ও সামাজিক বনায়নের সভাপতি তাদের শ্রমিক দিয়ে গাছ কেটে নিচ্ছেন।

উপজেলা বন কর্মকর্তা মনিন্দ্র নাথ হালদার বলেন, তিনটি গাছ অপসারনের জন্য ভাইস চেয়ারম্যান আমাদের কাছে আবেদন করেছিলেন। সে অনুযায়ী তাকে তিনটি গাছ অপসারনের অনুমতি দিয়েছি। পাশাপাশি গাছগুলো সামাজিক বনায়নের উপকারভোগী সমিতির সভাপতি শওকত বেপারীর জিম্মায় দেয়া হয়েছে। তবে পাঁচটি গাছ কাটার যে অভিযোগ উঠেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী গাছ কাটতে হলে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় প্রস্তাব রাখতে হবে। পরে তা রেজিুলেশন অনুযায়ী টেন্ডারের মাধ্যমে গাছ কাটার অনুমতি মিলবে। কিন্তু উপজেলা বন কর্মকর্তা কিভাবে গাছ কাটার অনুমতি দিলেন সে বিষয়টি আমার জানা নেই।

উল্লেখ্য, উপজেলা ভাইস চেয়ারমান ফরহাদ হোসেন মুন্সী ক্ষমতার দাপটে একের পর এক অপরাধমুলক কর্মকান্ড ঘটিয়ে চলছে। এর আগে গত ২১ মে উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ৩৬ লাখ টাকার চেক লিখিয়ে নেন তিনি। যা নিয়ে গোটা উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্ট হয়। এই ঘটনায় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগও দিয়েছেন ওই খাদ্য কর্মকর্তা। ক’দিন না যেতেই মহাসড়কে গাছ কাটার ঘটনায় ফরহাদ মুন্সীকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official