বর্তমানে বলিউডের সর্বত্রই চলছে সোনমের রিসেপশন নিয়ে আলোচনা। যার কেন্দ্রে রয়েছে ঐ রাতে সালমান ও অর্জুনের ঠাণ্ডা লড়াই। শোনা যায়, মালাইকা অরোরার সঙ্গে অর্জুনের সম্পর্কের বিতর্কই নাকি সালমানের রাগের মূল কারণ। আর সেজন্যই সেই রাতে অর্জুনের দিকে ফিরেও তাকাননি সালমান!
এই আলোচনা-সমালোচনা শেষ হতে না হতেই নতুন আরেক বিতর্ক হাজির! আর এবারের বিতর্কের কারণ একটি ছবি। ইনস্টাগ্রামে অর্জুন একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে অর্জুন কাপুরকে। আর সেই ছবিতে ‘লাইক’ করেন মালাইকা!
উল্লেখ্য, সালমানের ভাই আরবাজ খান ও মালাইকার ১৮ বছরের সম্পর্ক নষ্ট হওয়ার মূল কারণ হিসাবে দায়ী করা হয় অর্জুন কাপুরকে। জানা যায়, অর্জুনের বাবা বনি কাপুর ছেলেকে শাসন করে স্পষ্ট জানান, মালাইকার থেকে অর্জুন যেন দূরে থাকেন।