28 C
Dhaka
জুলাই ১৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ

রাজধানীর সায়েদাবাদে জনসমক্ষে ৫৫ লাখ টাকা ছিনতাই, মামলা

রাজধানীর সায়েদাবাদে রোববার জনসমক্ষে এক ব্যবসায়ীকে পিটিয়ে ৫৫ লাখ ৬৯ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। পুলিশ বলেছে, ছিনতাইকারীদের সূত্র পেয়েছে পুলিশ। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ঘটনার শিকার ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি বেসরকারি একটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এজেন্সি মারফুস এন্টারপ্রাইজ ও এইচ-২৪ এন্টারপ্রাইজের মালিক। যাত্রাবাড়ীর কাজলা বউবাজারে তার প্রতিষ্ঠান। সেখান থেকে আজ বেলা ১১টার দিকে দুটি কালো কাপড়ের ব্যাগে করে ৫৫ লাখ ৬৯ হাজার টাকা নিয়ে মতিঝিলে একটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এ সময় সায়েদাবাদ সড়ক ও জনপথ মোড়ে দুটি মোটরসাইকেলে চারজন ছিনতাইকারী তাঁকে বহনকারী মোটরসাইকেলের গতি রোধ করে।

মোটরসাইকেল চালাচ্ছিলেন তাঁর এক সহকর্মী। একপর্যায়ে ছিনতাইকারীদের একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে রাস্তায়। একপর্যায়ে দুই ছিনতাইকারী রড দিয়ে তাঁকে পেটাতে থাকে। মাথায় হেলমেট থাকায় আঘাত থেকে মাথা রক্ষা হয়। একপর্যায়ে বাকি দুই ছিনতাইকারী এলোপাতাড়ি গুলি চালালে ভয়ে তিনি ব্যাগ দুটি ছেড়ে দিতে বাধ্য হন। কাছাকাছি অনেক লোক থাকলেও ভয়ে কেউ এগিয়ে আসেননি। পরে ছিনতাইকারীরা দুই ব্যাগভর্তি ৫৫ লাখ ৬৯ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official