স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
চীনের সরকারি গনমাধ্যমের সংগে সাক্ষাৎকারে বিশ্বের ২য় বৃহত্তর মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফি বলেন, যুক্তরাষ্ট্র যতই নিষেধাজ্ঞা দিক না কেন, তাতে হুয়াওয়ের কিছুই আসে যায় না। তিনি মনে করেন যুক্তরাষ্ট্র হুয়াওয়ের শক্তি খাটো করে দেখছে। তিনি আরো বলেন, হুয়াওয়ের ওপর এই নিষেধাজ্ঞার তেমন প্রভাব পড়বে না। কারন হিসেবে তিনি বলেন, নিকট ভবিষ্যতে কেউ হুয়াওয়ের ফাইভ-জি প্রযুক্তির ধারেকাছেও আসতে পারবে না। বানিজ্যযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র হুয়াওয়েকে নানাভাবে থামানোর চেষ্টা করছে। এমনকি তার প্রধান অর্থ কর্মকর্তাকে কানাডায় গ্রেপ্তারও করিয়েছে তারা। অনেকে দেশকেই নিরাপত্তা ঝুঁকির কথা বলে ফাইভ-জি অবকাঠামোয় হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহার না করতে চাপ দিচ্ছে। এর ধারাবাহিকতায় গত সপ্তাহে হুয়াওয়েকে এনটিটি লিষ্টে ঢুকিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে মার্কিন কোম্পানিগুলোকে হুয়াওয়ের কাছে যন্ত্রাংশ বিক্রি করতে সরকারের অনুমতি নিতে হবে। বিবিসি,সিএনএন ও দ্য গার্ডিয়ান সূত্রে এ খবর পাওয়া গেছে। এদিকে চীন এপল পণ্য বয়কটের আহবান জানিয়েছে। উল্লেখ্য, চীন এপেলের তৃতীয় বৃহওম বাজার।