ফাইনালের প্রস্তুতিটা ভালোই সারছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের ছুড়ে দেওয়া ২৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বেশ শক্ত অবস্থানে পৌঁছে গেছে মাশরাফির দল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১২২ রান। ৫৭ রানে আউট হন তামিম ইকবাল। লিটন দাসও অন্য প্রান্তে ফিফটি তুলে নিয়েছেন। ৫২ রানে ব্যাট করছিলেন লিটন। অন্য প্রান্তে তাঁর সঙ্গী সাকিব আল হাসান।
আনুষ্ঠানিকতার ম্যাচ বলেই আজ একাদশে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। টপ অর্ডারে সৌম্য সরকারের জায়গায় সুযোগ পেয়েছেন লিটন। তাড়া করার শুরু থেকেই বেশ ছান্দসিক ব্যাটিং করছেন এ ওপেনার। তামিমও আছেন রানের মধ্যে। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পেয়েছিলেন সেঞ্চুরির (৮০) সুবাস। পরের ম্যাচে ২১ রানে আউট হলেও আজ ফিফটি তুলে নিয়ে ফিরেছেন তামিম। ইনিংসটা বড় করতে না পারার আক্ষেপ থাকবে। ১৭তম ওভারে র্যানকিনের বলে বোল্ড হন তামিম।
তামিম-লিটন মোটামুটি পাল্লা দিয়েই ফিফটি তুলে নেন। ৪৬ বলে ফিফটি তুলে নেন তামিম। লিটন তাঁর চেয়ে এক বল বেশি খেলে পেয়েছেন ফিফটির দেখা। ওপেনিংয়ে নেমে তাঁদের ১১৭ রানের জুটি গড়ে দিয়েছে রান তাড়া করার শক্ত ভিত।