শেবাচিমের বহিরাগত দালাল পকেটমার দুলাল ও নাসিরের চলছে রমরমা মাদক ব্যবসা।কাউকে তোয়াক্কা না করে প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে তাদের তাদের মাদক ব্যবসা ও পকেটমারির কার্যক্রম।
নাম না বলা স্বর্থে হাসপাতালের একাধিক সূত্রে জানাজায় শেবাচিমে দুলালের এক আত্নীয়র সুবাদে প্রথম দালালি শুরু করে দুলাল।এরপর কিছু মাদক শেবি নিয়ে রক্ত ব্যবসা তারপর পকেটমারি সাথে মাদক ব্যবসা।
বর্তমানে শেবাচিমে দুলাল তার সহোযগী নাসির সহ ৭/৮ জন সাংঙ পাংঙ নিয়ে হাসপাতালে মাদক ব্যবসা ও পকেটমারি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।প্রতিনিয়ত শেবাচিমে রোগী দেখাতে সর্বত্র হারিয়ে চিকিৎসা না নিয় বাড়ি ফিরতে হচ্ছে রোগী ও রোগীর স্বজনদের। এ বিষয়ে ভুক্তভুগিরা পুলিশ প্রসাশনে দৃস্টি আকর্শন কামনা করছে।