প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী ও বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক শেখ হাসিনা ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে আজ (বুধবার) তলব করেছেন।
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর ছাত্রলীগে যে অস্থিরতা দেখা দিয়েছে তা নিরসনে ব্যবস্থা গ্রহণের জন্য শীর্ষ দুই নেতাকে নির্দেশনা দিবেন শেখ হাসিনা।
উল্লেখ্য, ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে বিতর্কিত কমপক্ষে ৪৬ জন কিভাবে ঠাঁই পেল সে বিষয়েও জবাবদিহিতার মুখোমুখি হতে পারেন শোভন-রাব্বানী। এমনটাই জানিয়েছে নির্ভরযোগ্য সূত্র।