33 C
Dhaka
জুলাই ১২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক

হুয়াওয়ের প্রতিষ্ঠাতা ও সিইও রেন ঝেংফেই বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস করতে আমরা কোনো আলোচনায় যাবো না

নিউজ ডেস্ক:

চীনের বাজারে অ্যাপল ক্ষতির মুখে পড়ুক তা চান না হুয়াওয়ের প্রতিষ্ঠাতা ও সিইও রেন ঝেংফেই। মোট কথা আইফোন ত্যাগ করে প্রতিশোধ নেওয়ার বিপক্ষে তিনি। হুয়াওয়ের উপর ট্রাম্প নিষেধাজ্ঞা জারির পর চীনের অনেক নাগরিকই আইফোন বর্জনের ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে রেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তিনি অবশ্যই এর বিরোধিতা করতেন। তিনি আরও বলেন, প্রতিশোধ নেওয়ার মতো কোনো কিছু ঘটবে না। আর যদি ঘটেও আমিই সবার আগে এর বিরোধিতা করবো।

অ্যাপল আমার শিক্ষক স্বরূপ। আমাদের সামনেই অ্যাপল উন্নত থেকে উন্নততর হচ্ছে। শিক্ষার্থী হিসেবে কেনো আমি শিক্ষকের বিপক্ষে দাঁড়াবো?

তিনি এটাও স্বীকার করেন যে, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসা করতে না পারার ফলে গত দুই বছরে অর্জিত হুয়াওয়ের সাফল্য হারিয়ে যাবে। তবে হুয়াওয়ে নিজস্ব চিপ ব্যবহার করে এবং বিকল্প পথ খুঁজে ঠিকই ঘুরে দাঁড়াবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস করতে আমরা কোনো আলোচনায় যাবো না। যুক্তারাষ্ট্র কখনও আমাদের পণ্য কেনেনি। যদি ভবিষ্যতে তারা পণ্য কিনতেও চায় আমি হয়তো তাদের কাছে আর বেচবো না। তাই আলোচনার কোনো প্রশ্নই আসে না।

মার্কিন সরকার চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের উপর নিষেধাজ্ঞা জারি করে ১৫ মে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির পর এখন পর্যন্ত গুগল, ইন্টেল, কোয়ালকম, ব্রডকম ও এআরএম হুয়াওয়ের সঙ্গে ব্যবসায়িক লেনদেন বাতিল করেছে।

সম্পর্কিত পোস্ট

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক

banglarmukh official

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্র থেকে বাংলাদেশিসহ আটক ৮০

banglarmukh official