হতদরিদ্রদের জন্য ঈদের বিশেষ বরাদ্ধকৃত ভিজিএফ’র চাল বিতরণের সময় পরিমাণে কম দেয়ার প্রমাণ পেয়েছে নেত্রকোনা সদর উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদে বরাদ্ধকৃত ৮শ’ ২৭ জন ভিজিএফ কার্ডধারীদের মাঝে চাল বিতরণের সময় ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জনপ্রতি ১৫ কেজি চালের পরিবর্তে ১০/১১ কেজি করে চাল বিতরণ করেন।
এ সময় হঠাৎ সদর উপজেলা নির্বাহী অফিসার বিতরণ কর্যক্রম পরিদর্শনে গেলে পরিমাণে কম দেয়ার বিষয়টি হাতেনাতে ধরা পড়ে।
পরবর্তীতে সদরের ইউএনও সুমনা আল মজিদের হস্তক্ষেপে বিতরণে কম দেয়ার ফলে উদ্বৃত্ত প্রায় ৪০ বস্তা চাল ইউনিয়নের বিনা কার্ডধারী দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমনা আল-মজিদ জানান, নিয়মিত ইউনিয়ন পরিষদ পরিদর্শনের অংশ হিসেবে বৃহস্পতিবার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে যাই। এ সময় বরাদ্ধকৃত চাল বিতরণে কম দেয়ার বিষয়টি দেখতে পেয়ে প্রাথমিকভাবে ইউপি চেয়ারম্যানকে সতর্ক করা হয়। পরবর্তীতে স্থানীয় দরিদ্রদের মাঝে উদ্বৃত্ত চালগুলো বিতরণ করা হয়েছে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান, প্রতি বছরের ন্যায় এবারও ইউনিয়নে দরিদ্রদের মাঝে ৮শ’ ২৭টি বিজিএফ কার্ড বিতরণ করা হয়েছে। হয়তো চাল দেয়ার সময় মাপে কিছুটা কমবেশি হতেই পারে। তবে পরবর্তীতে সকলের মাঝেই তা বিতরণ করে দেয়া হয়েছে।