ডেস্ক রিপোর্ট : শুক্রবার (১৭ মে) সকালে উপজেলার রানীগঞ্জ বাজারের তেলপাম্প এলাকায় তাদের আটক করা হয়। হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলর সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম জানান, হিলি সীমান্ত থেকে মাদক নিয়ে একদল চোরাকারবারী ঢাকায় নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার রানীগঞ্জ বাজারের তেলপাম্প এলাকায় চেকপোস্ট বসায়। এসময় গতিবিধি সন্দেহ হলে ঢাকা-মেট্রে-চ-১১-৯০৫০ নাম্বারের একটি গাড়ি চেকপোষ্ট থামিয়ে তল্লাশি চালানো হয়।
পরে প্রাইভেটকারে বিশেষ কায়দায় রাখা ৫শ’ বোতল ফেনসিডিল সহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মৃত চান মিয়ার ছেলে রবিউল ইসলাম এবং একই উপজেলার আব্দুর রহিমের ছেলে ইউনুস আলী।