27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ

৭ বছর বয়স থেকে রোজা রাখেন মাহিয়া মাহি

ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আরও আগেই। একের পর এক বক্স অফিস কাঁপানো ছবিতে অভিনয় করে নিজেকে ছাড়িয়ে ছাপিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। কিন্তু কথায় আছে- যে রাঁধে সে চুলও বাঁধে। কথাটা ঠিক যেন মাহির ক্ষেত্রেই বেশি প্রযোজ্য। আপসহীনভাবে অভিনয়ে সময় দেয়ার পাশাপাশি স্বামী-সংসারেও বেশ মনোযোগী নায়িকা। তারচেয়েও বড় কথা- সিয়াম সাধনার মাস এই পবিত্র রমজানে প্রতিটি রোজাই রাখছেন মাহি।

তারকা অঙ্গনের মানুষদের একটু বেশিই ব্যস্ত থাকতে হয়। ছুটতে হয় দেশ-বিদেশের এ-প্রান্ত থেকে ও-প্রান্ত পর্যন্ত। এত ব্যস্ততার মধ্যে রোজা রাখার ফুসরত কোথায়? অনেকের ক্ষেত্রে তাই হলেও মাহিয়া মাহি সম্পূর্ণ আলাদা। সেই ছোট বেলা থেকেই রোজা রাখেন নিয়ম করে।

রোজা রাখার স্মৃতি রোমন্থন করতে গিয়ে মাহিয়া মাহি বলেন, ‘প্রথম রোজা রেখেছিলাম সেই ৭ বছর বয়সে। আমি ছোটবেলা থেকেই নিয়মিত রোজা রাখি। প্রথম রোজা যখন রেখেছিলাম তখন পরিবারের সবাই নিষেধ করেছিল। কিন্তু রোজা রাখতে গিয়ে আমার কোনও কষ্ট অনুভব হয়নি।’

নায়িকা বলেন, ‘তখন এতই ছোট ছিলাম যে সারা দিন না খেয়ে থাকলে দুর্বল ও অসুস্থ হয়ে পড়ার ভয় ছিল। কিন্তু মহান স্রষ্টার অশেষ কৃপায় আমার কিছুই হয়নি। সামনে অনেক ধরনের খাবার ছিল, কিন্তু রোজা ভেঙে কিছু খাইনি কোনোদিন।’

তবে শীতকালে রোজার সময় ভোরে লেপের ওম ছেড়ে সেহরি খেতে উঠতে নাকি আলসেমিই লাগতো মাহির।

পরিণত বয়সে রোজা রাখার অভিজ্ঞতা শেয়ার করে মাহি বলেন, ‘এখন তো বড় হয়েছি। রোজার সময় শুটিংও কম করি। কারণ আমার কাছে শুটিং পরে রোজা আগে। যথাসম্ভব রোজা পালনের চেষ্টা করি।’

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official