বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের উন্মাদনা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) একটি ফটো প্রতিযোগিতার আয়োজন করেছে। নির্বাচিত সেরা ১৪ ছবি মধ্যে বাংলাদেশের দুইটি ছবিও রয়েছে।
আইসিসি তাদের নিজস্ব ওয়েবসাইটে ফটোগুলো দিয়ে তা বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেট ভক্তদের শেয়ার করতে বলেছে। ১৪টি ফটোর মধ্যে সিরিয়াল অনুযায়ী ৩ ও ১০ নম্বর ফটোতে বাংলাদেশের দুই ছবি দেয়া হয়েছে।
ফটোগুলোর মধ্য থেকে সেরা ছবি বেছে নেয়ার জন্য সবাই ভোট করতে পারবে। ১৪টি ফটোর সিরিয়ালসহ কোন দেশগুলোর ফটো তাও উল্লেখ করা হয়েছে। সর্বোচ্চ ভোট পাওয়া ছবির ফটোগ্রাফার পাবেন লর্ডসে বসে বিশ্বকাপের ফাইনাল দেখার সুযোগ।
সিরিয়ালের ৩ নম্বরে থাকা বাংলাদেশের ফটোতে দেখা যাচ্ছে, পানি জমে থাকা কর্দমাক্ত মাঠে ছোট ছেলেরা ক্রিকেট ব্যাট-বল নিয়ে মেতে উঠেছে। আর বাংলাদেশের আরেকটি ফটো যা সিরিয়ালের ১০ নম্বরে রয়েছে, সেখানে দেখা যাচ্ছে দুই পাশে খালের পানি ও একপাশে ক্ষেতের কাছে থাকা গ্রামের একটি সরু মেঠো পথে পড়ন্ত বিকেলে ক্রিকেট খেলায় মেতেছে আগামীর মাশরাফী-সাকিবরা।
আইসিসির ফটো প্রতিযোগিতায় একটি ফটোকেই কেবল ভোট দেয়া যাবে। বাংলাদেশের কোনো একটি ছবিকে সেরা ফটো হিসেবে নির্বাচিত করার জন্য সিরিয়ালের ৩ অথবা ১০ নম্বরে ভোট প্রদান করতে হবে।