পিরোজপুরের ইন্দুরকানীতে খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার বিকাল ৪ টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের স্বনির্ভর খাল থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, শুক্রবার বিকালে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের খলিলুর রহমানের মেয়ে তামান্না আক্তার (৯) বাড়ির পাশের স্বনির্ভর খালে গোসল করতে যায়।
দীর্ঘ সময় পরেও বাড়ি না ফেরায় খোঁজ পরে তামান্নার। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি স্বজনরা। নিখোঁজ স্কুল ছাত্রীর মা মাসুমা বেগম জানান, আমার মেয়ে বাড়ির পাশের খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়ে গেছে। অনেক খোঁজের পরে আজ শনিবার বিকালে বাড়ি থেকে আট কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় খাল থেকে স্থানীয়রা লাশের সন্ধান পায়।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, স্কুল ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনা শুনে শুক্রবার রাতেই আমরা ঘটনা স্থলে যাই। শনিবার নিখোঁজ স্কুল ছাত্রীকে লাশ উদ্ধার করা হয়েছে।