ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় খাল থেকে এক বৃদ্ধের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ আজ বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপজেলার মালুহার গ্রামের একটি খাল থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালাল সিকদার (৭০) পার্শ্ববর্তী ভারানী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে পার্শ্ববর্তী পূর্ব মালুহার খালে একটি ভাসমান মৃতদেহ দেখলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে এবং মৃত জালাল সিকদারের ছেলে লাশটি শনাক্ত করেন।
মৃত জালাল সিকদারের পুত্র বজলুল সিকদার জানায়, তার বাবা জালাল সিকদার কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। প্রায়ই গভীর রাতে তার খালে গোসল করার অভ্যাস। বুধবার (৫ জুন) রাতে ভারনী খালে গোসল করতে গিয়ে আর ফেরেনি তার বাবা। স্বজনরা রাত থেকেই বিভিন্ন স্থানে খোঁজাখুজি করলেও কোনো সন্ধান মেলেনি জালাল শিকদারের।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. শাখাওয়াত হোসেন জানান, খাল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

















