স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর উদ্যোগে বরিশাল নগরীতে শুরু হয়েছে রাস্তা সংস্কারের কাজ।
কাজ চলছে উদ্যম গতিতে। কাজ তদারকি করছেন সয়ং সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
ব্যাপক আকারে প্রশংসনিয় কাজ এটি। বরিশালের সাবেক মেয়র শওকত হোসেন হিরন থাকা কালিন নগরীরতে কিছু রাস্তা ঘাট নির্মাণ হয়েছিল। সময়ের পরিবর্তনে কোন রাস্তার সংস্কার হয়নি।
তাই ধীরে ধীরে রাস্তা ভাংতে শুরু হয়েছে। রাস্তার এখন যে অবস্থা তাতে ওই রাস্তা দিয়ে হাটা চলা করা খুবই দুস্কর হয়ে পরছে। আর তার ফলে সৃষ্টি হয় নানা ভোগান্তির।
নগরবাসির এই ভোগান্তি দূর করার জন্য বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নিজে বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ড এর সাগরদী ব্রাঞ্চ এলাকায় রাস্তা পরিদর্শনে আসেন।
এ সময় তিনি রাস্তা ঘাট পরিদর্শন করেন এবং ২৩ নং ওয়ার্ড এর সাগরদী ব্রাঞ্চ এলাকার জনগনের সাথে খোলামনে কথা বলেন। তাদের সমস্যা গুলি শোনেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ড এর কাউন্সিলর সাঈদ আহামেদ মান্না।
সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, রাস্তা করুন অবস্থা আমি দেখেছি। ইনশাআল্লাহ বিসিসি এর মাধ্যমে যত দ্রুত সম্ভব এই রাস্ত সংস্কারের ব্যবস্থা করব।
তিনি আরো বলেন, বিদেশি টেকনোলজি দিয়ে রাস্তার সংস্কারের কাজ করা হচ্ছে। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে বরিশাল নগরীর প্রতিটি রাস্তা সংস্কার করা হবে।