বরিশাল নগরীর ৭নং ওয়ার্ডের মাতৃমন্দির স্কুল গলির মোক্তার বাড়ীর সামনের রাস্তা থেকে গতকাল গভীর রাতে মাদক ব্যবসায়ী শাহাদাৎ আলী খাঁন রফিক (৪০) ও রিসাদুল ইসলাম রিসাদ (২৭)কে আটক করে ডিবি পুলিশ।
শাহাদাৎ আলী খাঁন রফিক নগরীর ৪ নং ওয়ার্ডের নিউ ভাটিখানার বেপারী বাড়ির মৃত সরুব আলী খাঁন এর ছেলে অপর আসামি রিসাদুল ইসলাম রিসাদ আমানতগঞ্জের বাসিন্দা মো. ফেরদৌসুর ইসলামের ছেলে।
আটককৃতদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে ডিবির ইমেল বর্তার মাধ্যমে জানা যায়।
এ বিষয়ে কাউনিয়া থানায় তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়।