27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

‘নদী ভাঙনরোধে থাকছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প’ : তোফায়েল

অনলাইন ডেস্ক :: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেছেন, ‘ভোলার নদী ভাঙনরোধে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’ সোমবার সদর উপজেলার ধনীয়া ইউনিয়নে দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে নতুন শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলা স্থায়ীভাবে নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পাবে। মেঘনার পাড়ে গড়ে তোলা হবে পর্যটন কেন্দ্র। এছাড়া এ অঞ্চলের জনসাধারণের দুর্ভোগ লাঘবে ভোলা-বরিশাল সেতু নির্মাণে বিদেশী অর্থায়নের জন্য বিভিন্ন দেশকে পত্র দেওয়া হয়েছে। সেতু নির্মিত হলে অল্প সময়ের মধ্যেই মানুষ সড়ক পথে বরিশাল হয়ে ঢাকা যেতে পারবে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। আর বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট হয়। বিএনপির সময়ে ভোলায় নদী ভাঙ্গন রোধে প্রকল্প অনুমোদনের অর্থ এলেও কোন উন্নয়নের কার্যক্রম ছিল না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। উন্নয়নের অংশ হিসেবে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জেলেদের জন্য চাল বরাদ্দসহ বিভিন্ন কার্যক্রমের ফলে প্রত্যন্ত অঞ্চলসহ গ্রামপর্যায়ে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেছে।’

অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official