27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

নেশার টাকা না দেয়ায় পটুয়াখালীতে ছেলের কোপে বাবা-মাসহ আহত ৫

পটুয়াখালীর বাউফলে নেশার টাকা না দেয়ায় দফায় দফায় হামলা চালিয়ে পাঁচজনকে কুপিয়ে আহত করেছে নেশা খোর পুত্র বাবুল হাওলাদার। মুমূর্ষু অবস্থায় রফিক হাওলাদার ও বেল্লাল হাওলাদার কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অন্যান্যদের বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছে, বাবা আলম হাওলাদার (৫৫) মা মাকসুদা বেগম (৪৫) বোন শান্তা (১০) রফিক হাওলাদার (৩৫) বেল্লাল হাওলাদার (৪৩)। আজ শুক্রবার বেলা ১১টায় উপজেলার কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে ।

জানাগেছে, উপজেলার কেশবপুর ইউনিয়নের আলম হাওলাদারের পুত্র বাবুল নেশার টাকা না দিলে প্রায়ই বাবা মাকে মারধর এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করত। শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে বাবুল তার বাবা আলম হাওলাদারের কাছে নেশার জন্যে পাঁচশত টাকা চায়। তার বাবা এতে অস্বিকৃতি জানালে নেশাখোর বাবুল বাবা আলমকে বেধরক কিলঘুষি, লাথি মারতে থাকলে রক্ষা করতে মা দৌড়ে আসলে তাকেও রামদা দিয়ে দিয়ে পিটিয়ে কুপিয়ে আহত করে।

এসময় ছোট বোন শান্তা আসলে তাকেও পিটিয়ে আহত করে। এ ঘটনায় বাড়ির চাচাতো ভাই রফিক ও বেল্লাল তাকে ধরে থামিয়ে দেয়ার চেষ্টা করে এবং চর থাপ্পর মারে। এতে সে ক্ষিপ্ত হয়ে দুপুরের পরে সঙ্গীয় শুভ, সৈকত ও জুয়েলের নের্তৃত্বে ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে রফিক হাওলাদার (৩৫) এবং বেল্লাল হাওলাদার (৩৮) কে কুপিয়ে মারাত্মক জখম করে।

পরে স্থানীয় লোকজন রফিক হাওলাদার বেল্লাল আলম, মাকসুদা বেগম ও শান্তাকে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা। দায়িত্বরত চিকিৎসক রফিক হাওলাদার ও বেল্লালের অবস্থা আশংঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। অন্যদের বাউফল স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে। এবিষয়ে বাউফল মডেল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে ।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official