অনলাইন ডেস্ক: ‘যোগ্যতা অনুযায়ী একটি চাকরির প্রত্যাশা’য় অনশন করা শারীরিক প্রতিবন্ধী চাঁদের কণা অবশেষে চাকরি পাচ্ছেন সমাজসেবা অধিদপ্তরে।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া শনিবার (২৯ জুন) বিকেলে মোবাইল ফোনে কণাকে এ সুখবর দেন। চাকরিপ্রত্যাশী এই তরুণীই তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানান।
সরকারি চাকরি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চেয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গত ২৬ জুন থেকে টানা অনশন করে আসছিলেন সিরাজগঞ্জের কাজীপুরের তরুণী চাঁদের কণা। অনশনের চতুর্থ দিনে পরিবার নিয়ে বেঁচে থাকার অবলম্বন হিসেবে সরকারি চাকরি পাওয়ার এ সুখবর পেলেন তিনি।
অনশনের প্রথম দিনেই (২৬ জুন) ‘প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে আমরণ অনশনে প্রতিবন্ধী কণা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলানিউজ। এরপর বিষয়টি সরকারের ঊধ্বর্তন পর্যায়েরও নজরে আসে।
শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশে চাকরি হতে চলেছে কণার। বিষয়টি জানিয়ে কণা তার ফেসবুক অ্যাকাউন্টে বলেন, ‘আমি কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী, মমতাময়ী মা শেখ হাসিনার কাছে। তিনি আমাকে আশ্বস্ত করেছেন, যোগ্যতা অনুযায়ী সমাজসেবা অধিদপ্তরে আমার একটি চাকরির ব্যবস্থা করা হবে।’
বিকেলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক সাংবাদিকের মাধ্যমে তার সঙ্গে কথা বলে বিষয়টি জানান বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন চাঁদের কণা।
এই প্রাপ্তির জন্য তিনি কৃতজ্ঞতা জানান সংবাদমাধ্যমের প্রতি। কণা বলেন, ‘আজ আমি অনশন ভেঙে বাড়ি ফিরে যাচ্ছি।