‘ঈদের সামনে, পুলিশ মোটরসাইকেল আরোহীদের খুব যত্ন করে ধরে টাকা নিচ্ছে, উপরের নির্দেশে ঈদ উপলক্ষে এরকম টার্গেট পূরণ করতে মারিয়া … দোদারিয়া মোড় ছাড়াও চাটমোহরের বিভিন্ন পয়েন্টে এই কাজটি করেছে।’
পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন স্থানে থানা পুলিশের মোটরসাইকেল চেকপোস্ট বসানোর বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ায় রাশেদুল ইসলাম হিমু (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার ভোর রাতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক চাটমোহর পৌর শহরের ছোট শালিখা এলাকার মৃত. ইউনুস আলির ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে বলে থানা সূত্র জানায়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন জানান, পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করতে ডিউটিরত পুলিশের বিরুদ্ধে ঢালাও ভাবে মিথ্যা তথ্য ফেসবুকে লিখে অপপ্রচার চালানো হয়েছে। বিষয়টি পুলিশের নজরে আসলে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা রুজু করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।